ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জাপানে বানরের দলের হামলায় আহত ৫০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
জাপানে বানরের দলের হামলায় আহত ৫০  প্রতীকী ছবি

একদল বানরের হামলায় জাপানের পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এই ঘটনায় এক বানরকে হত্যা করা হয়েছে।

বাকিদেরও খোঁজা হচ্ছে। বুধবার ( ২৭ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এএফপির প্রতিবেদনে বলা হয়,  ইয়ামাগুচি শহরে গত এক সপ্তাহে এসব আক্রমণের ঘটনা ঘটেছে।   

জাপানের অনেক জায়গাতেই ছোট লেজওয়ালা একজাতের বানর ঘুরে বেড়ায়, তবে তারা কখনো মানুষকে হামলা করেছে বলে জানা যায়নি।  

ইয়ামাগুচির একজন কর্মকর্তা জানিয়েছেন, এত অল্প সময়ের মাঝে এত সংখ্যাক বানরের আক্রমণের এমন ঘটনা খুবই বিরল। বানরের হামলায় আহতদের নাম গোপন রাখা হলেও বলা হয়, শুরুতে বানরগুলো কেবল শিশু ও নারীদের লক্ষ্য করে হামলা চালাত। সম্প্রতি এগুলো বৃদ্ধ এবং প্রাপ্ত বয়স্কদের লক্ষ্য করেও হামলা করছে।

স্থানীয় কৃষি বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত শিকারীরা একটি বানরটিকে হত্যা করে। পরে সেটি একটি লেকের ধরে ফেলে দেন।

সূত্র: বিবিসি, এএফপি

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।