ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি গির্জায় বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) এ হতাহতের ঘটনা ঘটে।  

মার্কিন পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আলাবামার ভেস্তাভিয়া হিলস শহরের পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছে, শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজন হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন,  একজন হামলাকারী গির্জায় ঢুকে গুলি শুরু করে। এসময় তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার শিকার ওই চার্চটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার গির্জায় পটলাক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের মধ্যেই হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে । দেশটিতে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ