ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ৭, ২০২২
পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: রিপোর্ট

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি পদত্যাগে রাজি হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কলম্বো পেজ।

শুক্রবার রাতে দেশটিতে দ্বিতীয় দফায় জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। অব্যাহত বিক্ষোভের মধ্যে পরিস্থিতি সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পদত্যাগের কথা এলো।

আরও পড়ুনশ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

কলম্বো পেজ-এর প্রতিবেদন বলা হয়েছে, প্রেসিডেন্টের বাড়িতে গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মাহিন্দা পদত্যাগ করতে রাজি হয়েছেন। শ্রীলঙ্কার মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে, চলমান আর্থিক সংকট সামাল দিতে না পারার কারণে তিনি পদত্যাগ করছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হবে।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বলেছেন, যদি তার পদত্যাগই শ্রীলঙ্কার অব্যাহত আর্থিক সংকটের একমাত্র সমাধান হয়ে থাকে, তাহলে তিনি তা করতে রাজি আছেন।

কলম্বো পেজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে স্বীকার করেছেন যে, জনগণের তীব্র প্রতিবাদের মধ্যে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সমাধান করা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশে পর্যটকদের অনুপস্থিতির ফলে সংকট দেখা দেয়। এর ওপর কলকারখানা বন্ধ হওয়ার ফলে বিদ্যমান অর্থনৈতিক দুর্দশার আরও বেড়ে গেছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ০৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।