ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মে মাসেই বাইডেনের এশিয়া সফর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
মে মাসেই বাইডেনের এশিয়া সফর জো বাইডেন

এশিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসেই প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।  

হোয়াইট হাউস জানিয়েছে, ২০ থেকে ২৪ মে পর্যন্ত বাইডেন এ সফর করবেন।

এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। এছাড়াও বাইডেন কোয়াডভুক্ত দেশ জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।  

হোয়াই হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছে, আমাদের সরকার, অর্থনীতি ও মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করতেই এই সফর। এই সফর বাইডেন-হ্যারিস প্রশাসনের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ ও মুক্তকরণ প্রক্রিয়ার প্রতিশ্রুতি রক্ষার অগ্রগতি হবে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি জোরদার করার লক্ষ্যে এ সফর করছেন বাইডেন।  

সূত্র: সিএনএন 

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।