ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ১১ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস

পুলিশ সূত্রে জানা গেছে, কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্দিরের পালকিটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শ হয়৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের জন্য আর্থিক সহায়তা হিসাবে প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালযয়ে আজ সকালে এ ঘোষণা করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।