ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার (০৩ এপ্রিল) সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী অভিহিত করে প্রস্তাবটি খারিজ করেন তিনি।

এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি।

এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরানের আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ আমাদের রাষ্ট্রদূতকে অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। বিরোধী দল আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দায়ের করার একদিন আগে এ ঘটনা ঘটে। আমাদের বলা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে অনাস্থা প্রস্তাবের সাফল্যের ওপর। যদি প্রস্তাবটি ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের পথ খুবই কঠিন হবে।

এরপর মন্ত্রী প্রশ্ন তোলেন, এটি কীভাবে অনুমতি দেওয়া যেতে পারে এবং ডেপুটি স্পিকারকে সাংবিধান অনুযায়ী বিষয়টি নির্ধারণের আহ্বান জানান।

ডেপুটি স্পিকার সুরি জানান, গত ৮ মার্চ উত্থাপিত প্রস্তাবটি আইন ও সংবিধান অনুযায়ী হওয়া উচিত। মন্ত্রী যে বিষয়গুলো উত্থাপন করেছেন তা বৈধ। কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেওয়া হবে না। তিনি প্রস্তাবটি খারিজ করে দিয়ে বলেন, এটি আইন, সংবিধান ও বিধির সঙ্গে সাংঘর্ষিক। পরে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।