ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দেশটির এনআইএ’র মুম্বাই শাখাকে দেওয়া এক মেইলে মোদিকে হুমকি দেওয়া হয়।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

মেইলটিতে উল্লেখ করা হয়েছে, 'আমি দেশজুড়ে ২০ জায়গায় হামলার পরিকল্পনা করেছি। হামলার জন্য ২০ কেজি আরডিএক্স রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি আমি। স্লিপার সেল সক্রিয় রয়েছে। ’

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আগন্তক মেইলে লিখেন, 'যত তাড়াতাড়ি পারি, মোদিকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে। ’ 

এর আগে চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফেরোজপুর জেলার উড়ালপুরে প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কীভাবে এই ঘটনা ঘটল? এই বিষয়ে তখন পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট ছেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এছাড়া বাজেটেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।