ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এবার কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে রুশ হামলা 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এবার কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে রুশ হামলা 

ইউক্রেনের ২৬ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এই হামলায় বহু হতাহত ও বাস্তুচ্যুত হয়েছে।

রুশ আগ্রাসন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।    

এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর দখলে নিয়েছে রাশিয়া। অন্য শহরগুলো দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনে এই অভিযান শুরুর পর কৃষ্ণ সাগরের প্রধান বন্দর নগরী ওডেসায় এই প্রথমবার রুশ হামলা চালানো হয়।

ওডেসার মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওডেসার মেয়র বলেন, রুশ বাহিনী প্রথমবারের মতো কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহরের উপকণ্ঠে ভবনগুলোতে হামলা চালিয়েছে।

সিটি কাউন্সিল জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শহরের উপকণ্ঠে ভবনগুলোতে হামলায় আগুন লেগেছে।  

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি।
এই যুদ্ধে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছেন। তবে রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ইউক্রেন। দেশটির অনেক অঞ্চল এখন রাশিয়ার দখলে।

এই যুদ্ধ ঠেকাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বেশ কয়েকবার ‘শান্তি আলোচনা’ হয়েছে। কিন্তু সেই আলোচনা ইউক্রেনে শান্তি ফেরাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।