ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সংক্রমণ কমে যাওয়ায় বিধিনিষেধ শিথিল হচ্ছে ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জানুয়ারি ২১, ২০২২
সংক্রমণ কমে যাওয়ায় বিধিনিষেধ শিথিল হচ্ছে ব্রিটেনে বরিস জনসন। ফাইল ফটো

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমে আসছে যুক্তরাজ্যে। তাই করোনার চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

এ বিষয়ে সংসদে দেওয়া এক ভাষণে বরিস জনসন বলেন, আগামী সপ্তাহ থেকে আর মাস্ক পরতে হবে না। ওমিক্রন সংক্রমণ এখন শীর্ষ স্তরে পৌঁছে গেছে। এ কারণে নতুন করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা কম। তাই আগামী ২৭ জানুয়ারি থেকে মাস্ক না পরলেও চলবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ওয়ার্ক ফ্রম হোম’রর সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। এবার অফিসে এসেই কাজ করতে পারবেন কর্মীরা।

তিনি আরও বলেন, আমাদের বিজ্ঞানীরা মনে করছেন, ইতোমধ্যে কোভিডের তৃতীয় ঢেউ ছুঁয়ে ফেলেছে ব্রিটেন। অতি দ্রুত ও বিপুল পরিমাণে কোভিডের বুস্টার টিকা দেওয়ার পরে আমরা আত্মবিশ্বাসী, এবার পরিস্থিতি ঠিক হবে। আমরা প্ল্যান বি-এর নিয়মকানুন সঠিকভাবে মানতে পেরেছি, সেই কারণেই এখন প্ল্যান-এ তে ফিরে যাবো। আগামী ২৬ জানুয়ারি শেষ হচ্ছে প্ল্যান-এ’র মেয়াদ।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।