ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

হঠাৎ মরে গেল ২১ কোটির সুলতান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
হঠাৎ মরে গেল ২১ কোটির সুলতান! সুলতানের সংগৃহীত ছবি

হঠাৎ মরে গেল সুলতান। ওর দাম ছিল ২১ কোটি টাকা।

আর সে কারণেই তাকে নিয়ে ছিল হইচই।  

এই সুলতান কোনো মানুষ নয়। একটা মহিষ। ভারতের হরিয়ানার এই মহিষের পুরো নাম ছিল  সুলতান ঝোটে।  

মহিষটির মৃত্যুতে এলাকায় শোরগোল পড়ে গেছে।  

সুলতানের মালিক নরেশ বেনিওয়াল। হরিয়ানার কৈথলের বুড়াখেড়া গ্রামের বাসিন্দা তিনি।  

৬ ফুট লম্বা আর দেড় টন ওজনের সুলতান একদিনে ১০ কেজি দুধ, ২০ কেজি গাজর, ১০ কেজি সবজি এবং ১২ কেজি পাতা খেত।  

রাজস্থানের পুষ্কর পশুমেলায় সুলতানের দাম উঠেছিল ২১ কোটি টাকা।

কিন্তু ওই সুলতানের এত দাম কেন? 

শুধু হরিয়ানা বা পঞ্জাবই নয়, যেখানে পশু মেলা হতো, সেখানেই সুলতান তার গুণের জন্য পুরস্কার জিততো। ২০১৩ সালে সর্বভারতীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় ঝাঝর, কারনাল এবং হিসারে সেরা পুরস্কার জিতেছিল সুলতান।

সুলতানের এত বেশি দাম হওয়ার মূল কারণ হলো তার সিমেন বা বীর্য। মহিষটির সিমেন বিক্রি করে চার লাখ টাকা আয় করতেন এর মালিক।  

২১ কোটি টাকা দাম উঠলেও সুলতানকে বিক্রি করেননি মালিক নরেশ। কারণ তিনি সুলতানকে সন্তানের মতো ভালোবাসতেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।