ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

‘তালেবান শাসনকে স্বীকৃতি দিতে পাকিস্তানের তাড়াহুড়ো’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
‘তালেবান শাসনকে স্বীকৃতি দিতে পাকিস্তানের তাড়াহুড়ো’

আফগানিস্তানের নতুন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে অন্যরা যখন সময় নিচ্ছে, তখন পাকিস্তান তাদের স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে।  

গ্রিক সিটি টাইমসে একটি লেখায় পল আন্তোনোপুলোস বলেছেন, পাকিস্তান মন্ত্রী প্রকাশ্যে তালেবান শাসনের প্রচারণা করছেন।

অন্যদিকে সরকারি নীতি হচ্ছে, তালেবান যেসব শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পূরণের পরই তাদের স্বীকৃতি দেওয়া যেতে পারে।  

সরকারে জাতিগত সংখ্যালঘু এবং নারীদের প্রতিনিধি রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান।  

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কাবুলে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু না করার জন্য একটি অনানুষ্ঠানিক চুক্তিও হয়েছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর কাবুলে ফ্লাইট পাঠিয়ে তা লঙ্ঘন করা হয়েছে।  

যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পূর্বশর্তের ওপর জোর দেয়, কিন্তু মিডিয়ার মাধ্যমে অনানুষ্ঠানিক যুক্তিও দেওয়া হয়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।