ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পানি সংকটে পাকিস্তানে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
পানি সংকটে পাকিস্তানে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হতে পারে

পাকিস্তানের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, পানির অভাবে দেশটি দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

আসন্ন সমস্যা সমাধানের জন্য অবিলম্বে পানির ঘাটতির সমস্যা সমাধান করা উচিত বলে মনে করেন তারা।

জিও নিউজ জানিয়েছে, কম বৃষ্টিপাতের কারণে নদী শুকিয়ে যাওয়ার পর দেশে পানির অভাব বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতও পাকিস্তানের দিকে পানির প্রবাহ বন্ধ করে দিচ্ছে। এর ফলে পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়ে পড়েছে।

সূত্র জিও নিউজকে জানিয়েছে, দেশে মাথাপিছু পানির উপলব্ধতা বার্ষিক ১,১০০ মিলিয়ন ঘনমিটার- যা বিপজ্জনকভাবে কম। অন্যদিকে পাঞ্জাবে ভূগর্ভস্থ পানি টানতে ৬০০ ফুট গভীরতায় যেতে হবে। অতীতে ৫০ ফুটের মধ্যেই পানি পাওয়া যেত।  

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি নতুন জলাধার তৈরি না করা হয় এবং অপচয় বন্ধ না করা হয়, তাহলে পাকিস্তান দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।

ক্রমবর্ধমান জনসংখ্যা, জলক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় দুর্ভিক্ষ অনিবার্য।  

পাকিস্তান ইঞ্জিনিয়ারিং কংগ্রেসের সভাপতি আমজাদ সঈদ জিও নিউজকে বলেছেন, আসন্ন দিনগুলিতে পানির সমস্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।