ঢাকা, রবিবার, ১৯ চৈত্র ১৪২৯, ০২ এপ্রিল ২০২৩, ১০ রমজান ১৪৪৪

আন্তর্জাতিক

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ড, ৫২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ড, ৫২ জন নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৭ জন।

দেশটির একটি হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে মঙ্গলবার (১৩ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি।
 
বিবিসি জানিয়েছে, সোমবার (১২ জুলাই) রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নেভানো হয়।

এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa