ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিস অস্ত্রোপচারের জন্য হাসপাতালে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
পোপ ফ্রান্সিস অস্ত্রোপচারের জন্য হাসপাতালে 

ঢাকা: রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস কোলন চিকিৎসার জন্য অস্ত্রোপচার করাতে রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।  

রোববার (৪ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর বিবিসির।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, পোপ ফ্রান্সিস 'কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগে ভুগছেন। জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার অস্ত্রোপচার করা হবে।  

এর আগে রোববার ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান বলেছে যে তাকে 'কোলন ডাইভারটিকুলাইটিস' এর জন্য চিকিৎসা করা হচ্ছে।  

সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘন্টা, জুলাই ৪, ২০২১
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।