ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নেপালে ভেন্টিলেটর-অ্যাম্বুলেন্স পাঠালো ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ১৮, ২০২১
নেপালে ভেন্টিলেটর-অ্যাম্বুলেন্স পাঠালো ভারত 

চলমান করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নেপালকে ভেন্টিলেটর এবং অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা প্রদান করেছে ভারত।  

নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা নেপালি সেনাবাহিনীর প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে এই সহায়তা হস্তান্তর করেছেন।

তিনি বলেন, ভারত ও নেপাল একসাথে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছে। নেপালে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল জানিয়েছে, সংহতি ও ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার হিসেবে আজ রাষ্ট্রদূত কোয়াত্রা নেপালি সেনাবাহিনীর প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে ভেন্টিলেটর ও অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

নেপালে করোনা ভ্যাকসিনসহ চিকিৎসা সুবিধার অভাব দেখা দিয়েছে। এ কারণে কাঠমান্ডুতে টিকা কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad