ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ঈদ উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগান তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মে ১১, ২০২১
ঈদ উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগান তালেবান

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের তালেবান দেশজুড়ে তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। রাজধানী কাবুলের একটি স্কুলের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হওয়ার দু’দিন পর তালেবান এ যুদ্ধবিরতি ঘোষণা করল।

বোমা বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই স্কুলছাত্রী।

সোমবার (১০ মে) তালেবান এক  বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধাদের শত্রুদের বিরুদ্ধে ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দিনগুলোতে যদি শত্রুরা কোনো রকমের আক্রমণ চালায় তাহলে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

আফগানিস্তান থেকে আমেরিকা যখন সেনা প্রত্যাহার করছে তখন তালেবান যুদ্ধবিরতির ঘোষণা দিল। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, মে ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।