ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গঙ্গায় ভাসছিল শতাধিক মরদেহ, আশঙ্কা করোনায় মৃত!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ১০, ২০২১
গঙ্গায় ভাসছিল শতাধিক মরদেহ, আশঙ্কা করোনায় মৃত!

করোনায় ধরাশায়ী প্রতিবেশী দেশ ভারত। প্রতিদিন আক্রান্ত হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ।

প্রাণ যাচ্ছে চার হাজার বা তার কাছাকাছি মানুষের। দেশের আনাচে-কানাচে প্রতিদিন ঘটছে অপ্রীতিকর ঘটনা। অনেক ঘটনা হিম করে দিচ্ছে রক্ত।

সোমবার (১০ মে) এমনই এক দৃশ্যের অবতারণা ঘটেছে বিহারে। সেখানকার গঙ্গায় ভাসতে দেখা যায় শতাধিক মরদেহ। পরে তুলে আনা হয় পাড়ে। সেগুলোর শরীর ছিঁড়ে খাচ্ছে সারমেয়।  

বক্সার জেলার চৌসায় ঘটা এ ঘটনা থেকে আশঙ্কা করা হচ্ছে যাদের দেহ মিলেছে তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন।  

স্থানীয় সূত্রে খবর, সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা যায় দেহগুলি। পরে সেগুলি গঙ্গার পাড়ে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলি। কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় বলেন, দূর থেকে ১০-১২টি মরদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলি জলে ভাসছিল। জলে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলির সৎকারের ব্যবস্থা করছি আমরা।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১০, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।