ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা কেড়ে নিল আরও ১০ হাজার প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মে ১০, ২০২১
করোনা কেড়ে নিল আরও ১০ হাজার প্রাণ

ঢাকা: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে আরও ১০ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

এতে বিশ্বব্যাপী মহামারীতে মোট প্রাণহানি ছাড়াল ৩৩ লাখ।

গোটা সপ্তাহের তুলনায় রোববার (০৯ মে) সব দেশেই মৃত্যু আর সংক্রমণ শনাক্তের হার কিছুটা নিম্নমুখী।

ব্রাজিলে দিনে ৩৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছে ৯৩৪ জন। যুক্তরাষ্ট্রে এদিন মৃত্যু ছিল পৌনে ৩০০, মোট প্রাণহানি ৬ লাখের কাছাকাছি। রোববার ৫০০ কাছাকাছি মৃত্যু দেখল কলম্বিয়া। লাতিন দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার।

সময়ের সঙ্গে ইরানে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি। রোববারও ৪০০ কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। এদিন বিশ্বজুড়ে পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত ১৫ কোটি ৯০ লাখের মতো।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ