ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার টিকা দিল কোভ্যাক্স

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মে ৯, ২০২১
পাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার টিকা দিল কোভ্যাক্স

ঢাকা: বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির আওতায় পাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

শনিবার (৮ মে) কোভ্যাক্সের টিকার প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চালানে পাকিস্তানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ১২ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স।

করোনা মহামারি প্রতিরোধে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের টিকা সুষ্ঠু ও সমহারে বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,গ্যাভি ও ইউনিসেফ।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রতিটা দেশকে এ বছরের শেষ নাগাদ মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশ টিকার সরবরাহ করার কথা। তবে করোনার টিকার ঘাটতি চলমান মহামারি মোকাবিলায় বৈশ্বিক এ উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে।


বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ০৯, ২০২১
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।