ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শের-ই-কাশ্মীর ইন্ডোর স্টেডিয়াম ফের কোভিড কেন্দ্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৩, ২০২১
শের-ই-কাশ্মীর ইন্ডোর স্টেডিয়াম ফের কোভিড কেন্দ্র 

করোনা পরিস্থিতি দ্রুত অবনতির সঙ্গে সঙ্গে গত বছরের মতো এ বছরও জেলা প্রশাসন শের-ই-কাশ্মীর ইন্ডোর স্টেডিয়ামকে করোনা কেন্দ্রে রূপান্তর করেছে।

এছাড়া গত বছরের মতো কোভিড আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

সোমবার প্রশাসন শ্রীনগর ইনডোর স্টেডিয়ামে বেডসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন শুরু করে।

অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

জম্মু ও কাশ্মীর ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, গত বছর ইনডোর স্টেডিয়ামটি কেবল একটি আইসোলেশন কেন্দ্র ছিল। এবার প্রশাসন কেন্দ্রে মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগীদের ভর্তি করতে চলেছে। সে কারণে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।  

গত বছরের মতো এ বছরও সনৎ নগর ম্যারেজ হল, কাশ্মীর বিশ্ববিদ্যালয় জাকুরা ক্যাম্পাস, এনআইটি শ্রীনগর এবং হজ হাউস বেমিনায় কোভিড-১৯ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।