ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো হচ্ছে কোভিড সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো হচ্ছে কোভিড সেন্টার

করোনা সংক্রমণের গতিতে বেসামাল ভারত। হু হু করে প্রতিদিন বাড়ছে শনাক্ত।

একই সঙ্গে বাড়ছে মৃত্যু। দিল্লি ও মহারাষ্ট্রে চলছে কারফিউ। অবস্থা বিবেচনায় মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো অস্থায়ী কোভিড সেন্টারে রূপান্তরের ঘোষণা দিয়েছে শহর কর্তৃপক্ষ।

এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বা করোনার হালকা উপসর্গ থাকা রোগীদের পাঁচ তারকা হোটেলে রেখে চিকিৎসা করা হবে। চিকিৎসকরাই ঠিক করবেন, কে হাসপাতালে চিকিৎসা নেবেন আর কে হোটেলে। আপাতত মুম্বাইয়ের দু’টি পাঁচ তারকা হোটেলে এই কার্যক্রম শুরু হলেও পরে তা বাড়ানো হতে পারে।

করোনা মহামারিতে তৈরি হওয়া স্বাস্থ্য ও চিকিৎসা সংকট মোকাবিলায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালগুলো শহরের চার ও পাঁচ তারকা হোটেলগুলোর সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে। ফলে হাসপাতালগুলোতে রোগীদের জায়গা না হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।