ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

করোনামুক্ত হলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
করোনামুক্ত হলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনামুক্ত হয়েছেন। এরইমধ্যে তিনি অফিস শুরু করেছেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পাক সিনেটর ফয়সাল জাভেদ খান।

সিনেটর ফয়সাল জাভেদ খান মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন। সেই সঙ্গে জনগণের উদ্দেশে করোনার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

চীনের তৈরি সিনোফার্মার ভ্যাকসিন নেওয়ার পর গত ২০ মার্চ ইমরান খান করোনায় আক্রান্ত হন। তখন থেকেই পাক প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে ছিলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দুদিন পর ইমরান খানের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।