ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমারের বিমান হামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমারের বিমান হামলা

ঢাকা: কোনো নিন্দ ও প্রতিবাদ বিক্ষোভে দমতে রাজি নয় মিয়ানমারের সামরিক সরকার। এবার থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমার বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, কারেন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার (২৭ মার্চ) থাইল্যান্ডের সীমান্তবর্তী পাপুন জেলার একটি গ্রামে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

এদিকে, মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনে ১১৪ জন নিহত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।