ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে নারীদের সঠিক স্থান দেওয়া হবে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জম্মু ও কাশ্মীরে নারীদের সঠিক স্থান দেওয়া হবে 

জম্মু ও কাশ্মীরের নারীদের ক্ষমতায়নের জন্য সরকার বড় ধরনের সংস্কার আনতে চায় বলে জানিয়েছেন লে. গভর্নর মনোজ সিনহা।  

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

কাশ্মীরের রাজধানী শ্রীনগরের গভর্নমেন্ট কলেজ ফর উইমেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আন্তর্জাতিক নারী দিবসের থিম মাথায় রেখে এবং ইন্ডিয়া@৭৫ উদযাপনের জন্য লেফটেন্যান্ট গভর্নর দরিদ্র পরিবারের মেধাবী মেয়েদের শিক্ষার জন্য সুপার-৭৫ বৃত্তি প্রকল্প চালু করার ঘোষণা দেন।

জম্মু ও কাশ্মীরে নারী উদ্যোক্তাদের বাস্তুতন্ত্রকে শক্তিশালী করে তিনি মিশন ইয়ুথের অধীনে তেজস্বিনী নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেন।

জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকার কথা স্বীকার করে লেফটেন্যান্ট গভর্নর একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টির মত কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরো মনোযোগ দেওয়ার উপর জোর দেন।  

তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিক উন্নয়নের বাধা ভাঙতে আমাদের একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য সরকার ১৩টি ভিন্ন ভিন্ন বৃত্তি প্রকল্প প্রদান করছে। জম্মু ও কাশ্মীর শুধু সৌন্দর্যের বিষয় নয়।

তিনি আরও বলেন, অনেক শক্তিশালী ঐতিহাসিক তথ্য আছে যা আমাদের নারীদের সামর্থ্য, তাদের কৃপা, সহানুভূতি, সাহস, জ্ঞান, আধ্যাত্মিকতা এবং প্রজ্ঞাকে একটি সুন্দর স্বর্গে পরিণত করেছে।

তিনি সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এবং জম্মু ও কাশ্মীরকে গর্বিত করার জন্য তরুণীদের সাফল্যের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ