ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

চীনা টিকায় আপত্তি শ্রীলঙ্কার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
চীনা টিকায় আপত্তি শ্রীলঙ্কার! টিকা নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: ডিএইচ বাদল

দেশের ১ কোটি ৪০ লাখ মানুষকে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা সরকার।  

চীনের সিনোফার্মের করোনার টিকার পরিবর্তে দেশের ওই বিপুল সংখ্যক মানুষকে দেওয়া হবে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড।

শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র ডা রমেশ পাথরিরানা আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে জানিয়েছে, চীনের সিনোফার্মের তৈরি করোনা টিকা এখনও পর্যন্ত তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেনি। তাই আপাতত সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার ওপরেই নির্ভর করতে হচ্ছে।

ডা রমেশ পাথরিরানা বলেন, সিনোফার্মের কাছ থেকে তাদের ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য হাতে পেলেই এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীনের ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। ফলে আপাতত সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের ওপরেই নির্ভর করতে হচ্ছে।

এর আগে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের ১ কোটি ডোজ কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।