ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
সিরিয়ায় তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলা

সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির বাবতু উপশহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।

সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে তৎপর রুশ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, জাবহাতুন নুসরা গোষ্ঠীর সন্ত্রাসীরা লাতাকিয়া, হামা, আলেপ্পো ও ইদলিবে ২৪ ঘণ্টায় ২১ বার হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।