ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লজ্জাজনক দ্বিতীয় অভিশংসনের মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
লজ্জাজনক দ্বিতীয় অভিশংসনের মুখে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদপূর্তির আগেই আবারও অভিশংসনের মুখে পড়ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোনও প্রেসিডেন্ট দুইবার অভিশংসিত হননি।

 

ট্রাম্পের ক্ষমতার মেয়াদপূর্তির মাত্র ৯ দিন আগে সোমবার (১১ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডেমোক্র্যাটস হাউজ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ প্রস্তাবনা আনা হচ্ছে।  

চলতি সপ্তাহের শেষের দিকেই ট্রাম্পকে আবারও অভিশংসনের প্রস্তাব আনবে ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্টকে দুইবার অভিশংসন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে এটা তাদের প্রথম উদ্যোগ।  

সোমবার ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে আবাহন করেন। তবে তাদের অনুরোধ ঠেকিয়ে দেন রিপাবলিকানরা।  

স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি ২৫তম সংশোধনী প্রয়োগ না করেন তাহলে এ সপ্তাহেই অভিশংসন প্রস্তাবনা তোলা হবে।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।