ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনের আগে জার্মানিতে নতুন করে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
বড়দিনের আগে জার্মানিতে নতুন করে লকডাউন

জার্মানিতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠকের পর রোববার (১৩ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন।

এই লকডাউনের আওতায় বুধবার (১৬ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য অত্যাবশ্যকীয় দোকানপাট ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

বড়দিন উৎসব উপলক্ষ্যে এই লকডাউন দেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। জার্মানিতে বড়দিনের উৎসব ঘিরে ব্যবসা-বাণিজ্য তুঙ্গে থাকে। অনেকেই এ সময় কেনাকাটা করেন বলে শহরের কেন্দ্র ও দোকানপাটে এ সময় উপচে পড়া ভিড় থাকে।

করোনা মহামারির কারণে এখন পর্যন্ত জার্মানিতে ২১ হাজার ৭৮৭ জন মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।