ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, ডিসেম্বর ৮, ২০২০
করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

তবে করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  

গত সোমবার (৭ ডিসেম্বর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন মত দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক না করে মানুষকে উৎসাহ দিয়ে প্রয়োগ করা হলে আরও বেশি কার্যকর ফলাফল পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সংস্থাটির টিকাদান কর্মসূচির প্রধান কেট ও ব্রায়ান বলেন, বাধ্যতামূলক না করে ভ্যাকসিন নেওয়ার জন্য জনগণকে উৎসাহ দিতে হবে। সেই সঙ্গে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিকে সহজ করতে হবে। তাহলে এ উদ্যোগের কার্যকর ফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।