ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পরাজয় না মেনেই ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
পরাজয় না মেনেই ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পরে অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনও পরাজয় স্বীকার করেনেনি।

আইনি লড়াই অব্যাহত রাখবেন তিনি।  

মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা সংস্থার যা করণীয়, তা অবশ্যই করা উচিত।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।

জিএসএ জানিয়েছে, তারা ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকেই জয়ী হিসেবে স্বীকার করছে।

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প পরাজয় স্বীকার করতে রাজি নন। তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad