ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদি আরবের জেদ্দায় বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
সৌদি আরবের জেদ্দায় বোমা হামলা ছবি: সংগৃহীত

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।

বুধবার (১১ নভেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ স্মরণ অনুষ্ঠানে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে জেদ্দায় থাকা অমুসলিমদের সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। যেখানে ফ্রান্সসহ বিভিন্ন কনস্যুলেটের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। সকালে হওয়া এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফ্রান্স এ কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানায় এবং এ হামলাকে সমর্থনের অযোগ্য হিসেবে উল্লেখ করে।

এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

তিনি বলেন, জেদ্দায় অমুসলিমদের সমাধিস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রিসের এক নাগরিকসহ ৪ জন সামান্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।