ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হংকংয়ের বিরোধীদলীয় এমপিদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
হংকংয়ের বিরোধীদলীয় এমপিদের পদত্যাগ

হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব এমপি পদত্যাগ করেছেন। নিজেদের চার এমপিকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন।

চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করে। যাতে বলা হয়, হংকংয়ের কোনো এমপি স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে। একই সঙ্গে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকেও বরখাস্ত করা যাবে।

এই নীতির আলোকে হংকংয়ের ক্ষমতাসীন সরকার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় চার এমপিকে বরখাস্ত করে।

এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন সাংসদও পদত্যাগের করলেন।  

উল্লেখ্য, হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীদের দখলে রয়েছে ১৯টি আসন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।