ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অক্সফোর্ডের টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
অক্সফোর্ডের টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক। তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।  

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তবে ব্রাজিল সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।  

এর আগে ভ্যাকসিন গ্রহণ করার পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দিলে সাময়িকভাবে ট্রায়াল স্থগিত করা হয়েছিল। কিন্তু এবার একজনের মৃত্যু হলেও টিকার ট্রায়াল স্থগিত করার ঘোষণা আসেনি।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ