ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

উইগুর নির্যাতন: ভ্যাঙ্কুভারে চীন বিরোধী প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
উইগুর নির্যাতন: ভ্যাঙ্কুভারে চীন বিরোধী প্রতিবাদ ভ্যাঙ্কুভারে চীন বিরোধী প্রতিবাদ

উইগুর মুসলিমদের ওপর নির্মম নিপীড়নের প্রতিবাদে কানাডার ভ্যাঙ্কুভারে চীন বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবাদ কর্মসূচি থেকে চীনে আটক দুই কানাডীয় নাগরিকের মুক্তির দাবিও জানানো হয়।

গত শনিবার ‘ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়া’সহ সাতটি সংগঠন যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা ভ্যাঙ্কুভার আর্ট গ্যালারি থেকে শহরের চীনা কনস্যুলেট পর্যন্ত পদযাত্রা করেন।

চীনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও স্বৈরাচারী নীতির তীব্র সমালোচনা করে ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়ার সংগঠক মনিন্দর গিল বলেন, চীনা আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও সভা-সমাবেশের স্বাধীনতার জন্য হুমকি।

মনিন্দর গিলের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অবতার জোহাল, পল ব্রাইচ, বালজিন্দর চীমা, পারমজিৎ খোসলা, ড. হাকাম ভুল্লার, আশীষ মনরাল, মনপ্রীত গ্রেওয়াল, ইরফান রানা, সোহাইব আলী বাজওয়াসহ আরও অনেকে।

প্রতিবাদ কর্মসূচির আয়োজক সাত সংগঠন হলো:

১. কানাডা-তিব্বত কমিটি অ্যান্ড দ্য তিব্বতিয়ান কমিউনিটি
২. ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়া অর্গানাইজেশন
৩. ভ্যাঙ্কুভার সোসাইটি অব ফ্রিডম, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ফর চায়না।
৪. ভ্যাঙ্কুভার হংকং পলিটিক্যাল অ্যাকস্টিভিস্ট
৫. ভ্যাঙ্কুভারিটিস কনসার্ন অ্যাবাউট হংকং
৬. ভ্যানকুভার সোসাইটি ইন সাপোর্ট অব ডেমোক্রেটিক মুভমেন্ট (ভিএসএসডিএম)
৭. ভ্যাঙ্কুভার উইগুর অ্যাসোসিয়েশন।

করোনাকালে চীন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান ফ্রেন্ডস অব কানাডা-ইন্ডিয়ার সংগঠক মনিন্দর গিল।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৪৮, ২০২০
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।