ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘প্রণবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি’ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
‘প্রণবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি’  রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতাল। বৃহস্পতিবার এক মেডিক্যাল বুলেটিনে তারা বিষয়টি জানায়।

তবে তাকে এখনও ভেন্টিলেশনেই রাখতে হচ্ছে।

নয়াদিল্লিতে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জী।  বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে।

গত ৯ অগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। পর দিন তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। তার আগে রক্ত পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত।  

অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জী।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ