ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করে দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
যুক্তরাষ্ট্রে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করে দেবেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে চাইনিজ মালিকাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

শনিবার (০১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, প্রথমদিকে তিনি বিষয়টি নিয়ে এক কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন। ট্রাম্প বলেন, ‘উদ্বিগ্নতার কারণে আমরা যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করছি। ’ 

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন চাইনিজ ফার্ম বাইটড্যান্সের অ্যাপটি নিয়ে। আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে টিকটক ব্যবহৃত হচ্ছে মনে করছেন তারা। তবে টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।  

আমেরিকায় দ্রুতহারে বাড়ছে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। দেশটিতে মাসিক ৮০ মিলিয়ন সক্রিয় টিকটক ব্যবহারকারী রয়েছেন। ট্রাম্প সরকারের নিষিদ্ধতার ঘোষণা বড় ধাক্কা হয়ে আসতে পারে বাইটড্যান্সের জন্য।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।