ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে চীনের সুবিবেচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
দক্ষিণ চীন সাগরে চীনের সুবিবেচনা ...

দক্ষিণ চীন সাগরে মূল অঞ্চলে বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নিতে শুরু করেছে চীন।

স্বতন্ত্র এক মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমুদ্রের পরিবেশগত সুরক্ষা বাড়াতে ও উপকূলীয় তেল অনুসন্ধান, সমুদ্র পরিবহন এবং এ সম্পর্কিত কার্যক্রমসহ মূল অঞ্চলগুলোতে অবৈধ কার্যক্রম দমনে চীন সামুদ্রিক আইন প্রয়োগের সমন্বিত উদ্যোগ নিয়েছে।

চীনের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও বাস্তু শাসন, পরিবহন মন্ত্রণালয় ও চীনা উপকূলরক্ষী বাহিনী এক যুক্ত বিবৃতিতে আগামী আট মাসব্যাপী ‘নীল সমুদ্র ২০২০’ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন ম্যাগাজিন ডিপ্লোমেট এ খবর দিয়েছে।

‘ব্লু  সি ২০২০’ কর্মসূচি যা ১ এপ্রিল হতে ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে, সেটি মূলত আটটি ক্ষেত্রে কেন্দ্রীভূত হবে। সেগুলো হলো- সামুদ্রিক প্রকৌশলগত নিমার্ণ, উপকূলীয় তেল অনুসন্ধান, সামুদ্রিক বর্জ ব্যবস্থাপনা, সমুদ্র পরিবহন সম্পর্কিত কার্যকলাপ, সমুদ্রের বালু আহরণ, সুরক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা, সমুদ্রিক পরিবেশ ও বাস্তুসংস্থান উন্নয়ন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরআইএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।