ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়িয়ে গেলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
ভারতে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়িয়ে গেলো

সময় যত গড়াচ্ছে ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু ততই বেড়ে চলেছে। এরই মাঝে সেখানে করোনা শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সারা বিশ্বের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ১০ লাখ শনাক্তের ঘরে প্রবেশ করলো ভারত। 

শুক্রবার (১৭ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।   

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভারতে শুক্রবার পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৩৮২ জন।

শেষ দিন রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে নতুন করে আরো প্রায় ৩৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়।  

অন্যদিকে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এ নিয়ে সরকারি হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৬০২ জনে গিয়ে ঠেকেছে।  

আল জাজিরা জানায়, ৯ লাখের পর শেষ ৩ দিনেই ভারতে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়িয়ে গেলো।   

ঘন বসতির দেশ ভারত বর্তমানে করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বে তৃতীয় শীর্ষে রয়েছে। এর আগে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।  

দীর্ঘ লকডাউন শিথিল করায় সম্প্রতি ভারতে করোনার প্রকোপ হুহু করে বাড়তে শুরু করেছে।   

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।