ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে নিসর্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২০
মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে নিসর্গ ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। আগামী তিন ঘণ্টা এর তাণ্ডব চলবে। দু’ সপ্তাহের ব্যবধানে ভারত আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় এটি। তাছাড়া, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মুম্বাইয়ে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় এটি।

বুধবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য দু’টির বেশ কয়েকটি জেলায় উচ্চ সতর্কতা জারি করে।

মুম্বাইয়ে উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করা হয়। সমুদ্র সৈকতসহ মুম্বাইয়ের উপকূলবর্তী অঞ্চলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

নিসর্গের প্রভাবে বুধবার সকাল থেকে মুম্বাই থেকে ৫৮০ কিলোমিটার দূরে গোয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন>> আম্পানের পর ভারতে ধেয়ে আসছে ‘নিসর্গ’, সতর্কতা জারি

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad