ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা: ভারতে তাবলিগ জামাতের ১২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনা: ভারতে তাবলিগ জামাতের ১২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দিল্লিতে তাবলীগ জামাতে অংশ নেওয়া মুসল্লি

ঢাকা: ফরেনার্স অ্যাক্টে তাবলিগ জামাতের সদস্য ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ।

রোববার (০৫ এপ্রিল) দিল্লির পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ জানায় বিবিসি বাংলা।

দিল্লির মারকাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নেওয়া এই ১২ বাংলাদেশি গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের শামলি জেলার একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন।

১২ জনের মধ্যে অন্তত ২ জন করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বাকিদের টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

মামলা প্রসঙ্গে শামলির পুলিশ প্রধান ভিনিত জয়সোয়াল বলেন, পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর এই বিদেশি নাগরিকরা বেআইনিভাবে ধর্মীয় কর্মকান্ডে অংশ নিয়েছেন, এ কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

তাবলিগ জামাতের সদর দফতর মারকাজ নিজামুদ্দিনে মার্চ মাসে যে জামাত অনুষ্ঠিত হয়েছে সেটিকে করোনা ভাইরাস ছড়ানোর অন্যতম প্রধান হটস্পট হিসেবে দাবি করছে ভারত।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।