ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে করোনার সংক্রমণ ছবি: সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই বস্তিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস করেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি ইতোমধ্যে মারা গেছেন কিন্তু সেটি এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ওই ব্যক্তি যে বাড়িতে বাস করতেন, তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাত সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মুম্বাইয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত ওই বস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঝুঁকিতে রয়েছেন বিশাল সংখ্যক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় অসম্ভব। এমনকি আক্রান্ত ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছেন, তা নির্ণয় করাও বেশ কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।