ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনের প্রশাসনের পাঁচ কর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
পুতিনের প্রশাসনের পাঁচ কর্মী করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করনো ভাইরাসে (কোভিড-১৯) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অন্তত পাঁচ কর্মী আক্রান্ত হয়েছেন। 

প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিন শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বৃহস্পতিবার রাতে ক্রেমলিনের কর্মীদের করোনা পরীক্ষা করালে পাঁচজনের পজিটিভ ধরা পড়ে।

শুক্রবার পর্যন্ত দেশটিতে ১ হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। বাকি ১ হাজার ৩৩ জনের মধ্যে ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

বাংলাদেশ সময়ধ: ০২০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।