ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ছেলেকে কাঁধে নিয়ে দুইদিন ধরে হাঁটলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ছেলেকে কাঁধে নিয়ে দুইদিন ধরে হাঁটলেন বাবা

পুরো ভারত লকডাউন। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু খেটে খাওয়া মানুষের জীবন চলবে কীভাবে? যারা দিন আনে দিন খায় তারা কি ২১ দিনের লকডাউনে জীবন বাঁচাতে পারবে?

সেই চিন্তায় দিল্লি থেকে দেড়শ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গ্রামে ফিরলেন এক যুবক। দুইদিন ধরে শিশুপুত্রকে কাঁধে নিয়ে পায়ে হেঁটে তিনি তিনি বাড়ি ফিরেছেন।

সঙ্গে ছিলেন তার স্ত্রীও।

দিল্লিতে তারা গিয়েছিলেন কাজের খোঁজে। কিন্তু লকডাউনে সেখানেই আটকা পড়েন। হাতের টাকা-পয়সাও শেষ। ১৪ এপ্রিল পর্যন্ত ঘরের বাইরে কাটানো সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত ওই যুবক একরকম নিরুপায় হয়েই পরিবারসহ হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।  

টানা দু'দিন হাঁটার পর পৌঁছান নিজের গ্রামে। বান্টির মতো একই অবস্থা আরও অনেকেরই।

রাস্তার মাঝখানে ওই যুবকের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। তিনি বলেন, আমরা এখানে কী খাব? কেউ তো আর পাথর খেতে পারে না"।  

তাদের অভিযোগ, দিল্লিতে তাদের কেউ কোনও সাহায্য করেনি এই লকডাউন পরিস্থিতিতে। তাই নিরুপায় হয়েই হেঁটে গ্রামে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।