ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা রুখতে ভারতে ‘জনতা কারফিউয়ের’ ডাক দিলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা রুখতে ভারতে ‘জনতা কারফিউয়ের’ ডাক দিলেন মোদী

করোনা পরিস্থিতি নিয়ে পৃথিবীব্যাপী উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে ভারতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন পঞ্জাবে। এছাড়া সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

তিনি রোববার পর্যন্ত ‘জনতা কারফিউয়ের’ ডাক দিয়েছেন।

ভাষণে তিনি বলেন, 

আসুন আমরা সবাই নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, দেশকে বাঁচাই। কিছু দিন পরেই নবরাত্রি আসছে। এটা শক্তির উপাসনা। এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্ত হয়ে মানবজাতি জয়ী হোক। দেশে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, জনপ্রতিনিধি হোক বা বিদ্বজ্জন, সবাই এই মহামারি থেকে বাঁচতে যোগদান করছেন।  

এই পরিস্থিতিতে দেশবাসীকে এক হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই সঙ্কট এত বড় যে এক দেশ অন্য দেশকে সাহায্য করতে পারছেন না। আশঙ্কা ও ভয়ের বাতাবরণও তৈরি হয়েছে। নিজের যে টুকু করা দরকার, সেটা করছে সবাই।  

গত দু’মাসে যে সঙ্কট উপস্থিত হয়েছে, তা নিজের সমস্যা মনে করে সবাই সমাধান করার চেষ্টা করেছেন। মজুদদারি করবেন না, আতঙ্কে অতিরিক্ত জিনিসপত্র কিনবেন না। দেশে দুধ, খাবারসহ অত্যাবশ্যক জিনিসপত্রের ঘাটতি যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অফিসে আসতে না পারলে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না, মানবিক ব্যবহার করুন।  

আর্থিক ব্যবস্থার মোকাবিলা করতে কোভিড-১৯ ইকনমিক টাস্ক ফোর্স গঠন করা  হচ্ছে, নেতৃত্বে থাকছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মহামারি অর্থ ব্যবস্থার উপরেও ব্যাপক প্রভাব পড়ছে।  

পারিবারিক চিকিৎসক বা পরিচিত চিকিৎসকের মাধ্যমে ফোনে পরামর্শ নিন। দেশবাসীকে আমার অনুরোধ, রুটিন চেকআপ করার জন্য হাসপাতাল এড়িয়ে চলুন।  

যারা সেবা করছেন, আমদের পুরো শ্রদ্ধার সঙ্গে এদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। সাইরেন বাজিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হোক। যারা সেবা করছেন, তালি, থালা, ঘণ্টা বাজিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। রোববার বিকেল পাঁচটায় পাঁচ মিনিট ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই দিন আমরা সবাই একে অন্যকে ধন্যবাদ দিই। এরা সবাই বিপদ মাথায় নিয়ে কাজ করছেন। সরকারি কর্মী হোক, বিমানবন্দরের কর্মী হোক, সংবাদ মাধ্যমের কর্মী হোক, সবাই নিজেদের কথা না ভেবে অন্যের সেবায় নিয়োজিত।  

• ভারত কেমন প্রস্তুত, তা দেখা ও পরীক্ষা করার সময়ও 

• আপনারা এটাও করতে পারেন, প্রতি দিন ১০ জনকে ফোন করে বলুন 

• সবাইকে অনুরোধ করব, আজ থেকে রবিবার পর্যন্ত এই জনতা কারফিউয়ের খবর ছড়িয়ে দিন 

• সাধারণ নাগরিক ঘর থেকে বেরোবেন না 

• সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত কারফিউ পালন করুন 

• রবিবার জনতা কারফিউ করুন, ঘর থেকে বেরোবেন না, সবাই ঘরে থাকুন 

• সেটা হল জনতা কারফিউ, জনতার মাধ্যমে, জনতার দ্বারা কারফিউ হোক  

• এই সময়ে আরও একটা জিনিস চাইব 

• যুদ্ধ না হলেও এক দিন, দু’দিন ‘ব্ল্যাকআউট’ করা হত পরীক্ষামূলক ভাবে 

• যুদ্ধের সময় গ্রামে গ্রামে অন্ধকার করে দেওয়া হত, বন্দরের আলো নিভিয়ে দেওয়া হত 

• ৬০ বছরের বেশি বয়সের প্রবীণরা ঘর থেকে বেরবেন না 

• কিন্তু বাকি দেশবাসী ঘরে থাকার চেষ্টা করুন 

• সরকারি সেবায় যুক্ত যাঁরা, সংবাদ মাধ্যমের কর্মীদের সক্রিয়তা প্রয়োজনীয় 

• আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত জরুরি কাজ থাকলে, তবেই ঘর থেকে বেরোন 

• আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এ দিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটা সম্ভব নয় 

• আজ আমাদের প্রতিজ্ঞা  করতে হবে, আমরা নিজেরা সংক্রামিত হওয়া থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব

• এর জন্য দেশবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ 

• বহু মানুষকে আইসোলেশনে রেখে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে  

• এই পরিস্থিতিতে সবার দুশ্চিন্তা বেড়ে যাওয়া স্বাভাবিক 

• করোনা মহামারি থেকে বাঁচতে এমন কোনও নিশ্চিত ওষুধ তৈরি হয়নি, কোনও টিকা তৈরি হয়নি 

• আপনাদের আগামী কয়েক সপ্তাহ আমি চাই 

• আজ ১৩০ কোটি দেশবাসীর কাছে কিছু চাইতে এসেছি 

• এটা আপনাদের আশীর্বাদের ক্ষমতা, আমরা সবাই মিলে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছি 

• আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি 

• ফলে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন 

• করোনা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে, এমন ভাবনা ঠিক নয়

• দু’টি বিশ্বযুদ্ধেও এত দেশ জড়িয়ে পড়েনি 

• বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি 

• গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।