ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা আতঙ্কে দিল্লিতে এক ব্যক্তির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা আতঙ্কে দিল্লিতে এক ব্যক্তির আত্মহত্যা ছবি: প্রতীকী

ভারতের রাজধানী দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি এক ব্যক্তি আতঙ্কে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

পুলিশ জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে বিমানবন্দরে কর্তৃপক্ষ এক ব্যক্তিকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।

তার কিছুক্ষণের মধ্যেই আতঙ্কগ্রস্ত ওই ব্যক্তি আটতলার ওই ওয়ার্ডের জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ভারতে এখন পর্যন্ত ১৭৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং এ রোগে মারা গেছেন তিনজন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।