ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ২৫০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ২৫০০ ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ২৫০০

করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের।

মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়,  নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট  করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৬ জনে।  আগে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৯৮০ জন।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে, এখন পযর্ন্ত বৈশ্বিকভাবে ১ লাখ ৮৪ হাজার ৯৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ হাজার ৫০০ জনেরও বেশি।  

জন হপকিন্স ইউনিভার্সিটির ডাটা অনুসারে, এ রোগ থেকে আরোগ্য লাভ করেছে প্রায় ৮০ হাজার জন।  

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।