ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সাবেক প্রেসিডেন্ট বশিরকে আইসিসিতে হস্তান্তর করবে সুদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সাবেক প্রেসিডেন্ট বশিরকে আইসিসিতে হস্তান্তর করবে সুদান সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সুদানের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করতে যাচ্ছে দেশটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুদানের অর্ন্তবর্তীকালীন সভরেইন কাউন্সিলের ঘোষণার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

গত ২০১৯ সালের এপ্রিলে সুদান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাবন্দি আছেন সাবেক এ একনায়ক।

ডিসেম্বরে সুদানের এক আদালতে ওমর আল-বশিরকে দুর্নীতির দায়ে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৯৮৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন দেশটির সেনাবাহিনীর তৎকালীন কর্নেল ওমর আল-বশির। বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত প্রায় ত্রিশ বছর শক্ত হাতে সুদান শাসন করেন তিনি।

২০০৩ সালে সুদানের পশ্চিমে দারফুরে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয় ওমর আল-বশিরের বিরুদ্ধে। জাতিসংঘ জানায়, এ ঘটনায় দারফুরে তিন লাখ লোক নিহত ও ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়।

অভিযোগের ভিত্তিতে ২০০৮ সালে আইসিসি থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।