ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাগরিকত্ব দিতে উত্তর প্রদেশে ৩২ হাজার ব্যক্তি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, জানুয়ারি ১৩, ২০২০
নাগরিকত্ব দিতে উত্তর প্রদেশে ৩২ হাজার ব্যক্তি শনাক্ত ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। এরই মধ্যে দেশটির উত্তর প্রদেশ রাজ্য সরকার এ আইন অনুসারে কাদের নাগরিকত্ব দেওয়া হবে, সে তালিকা তৈরি করা শুরু করেছে। ইতোমধ্যে রাজ্যের ২১ জেলার ৩২ হাজার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য।

সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বিতর্কিত এ সংশোধিত নাগরিকত্ব আইন কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি।

উত্তর প্রদেশের মন্ত্রী ও সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেন, আমরা তাড়াহুড়ো করছি না। আমরা কেবল শুরু করেছি। আইন তৈরি হয়েছে, বাস্তবায়ন তো করতে হবে, তাই না? এটি একটি চলমান প্রক্রিয়া। তালিকা তৈরির জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা জরিপ করছেন। সংখ্যা বাড়তে থাকবে ধীরে ধীরে। ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ তালিকা দেখানো হবে।

যাদের শনাক্ত করা হয়েছে, তাদের একটা অংশ এসেছে পিলিভিত জেলা থেকে। এ জেলাটি লক্ষনৌ থেকে ২৬০ কিলোমিটার দূরে এবং ভারত-নেপাল সীমান্তের কাছে।

জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা বৈভব শ্রীবাস্তব বলেন, পূর্ব পাকিস্তান যা বর্তমান বাংলাদেশ, সেখান থেকে ৩৭ হাজার শরণার্থী এসেছিলেন। ‘প্রাথমিক জরিপে’ তাদের নাম রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রথমিক তদন্তে প্রমাণ মিলেছে নিজ দেশে নিপীড়নের শিকার হয়ে তারা এখানে এসেছিলেন।

উত্তর প্রদেশে সিএএ’র বিরুদ্ধে বিক্ষোভ সবচেয়ে সহিংস রূপ ধারণ করেছিল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ রাজ্যে গত মাসে ২১ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।