ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৭৪ ভিয়েতনামি সেনার দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
৭৪ ভিয়েতনামি সেনার দেহাবশেষ উদ্ধার

হ্যানয়: ভিয়েতনাম যুদ্ধে নিহত আরও ৭৪ কমিউনিস্ট সেনার দেহাবশেষ উদ্ধার করেছে সেনাবাহিনী। এক সরকারি কর্মকর্তা শুক্রবার একথা জানান।



১৯৬৮ সালের ৩১ জানুয়ারি ভোরে ভিয়েতনাম যুদ্ধের প্রথম প্রহরে ওই সেনা সদস্যরা নিহত হন।

মধ্য কোয়াং ত্রি প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এর সঙ্গে আরও খুঁজে পেয়েছি ঘড়ি, সেনা ইউনিফর্মের বোতাম ও চটের বিছানা। এসব এটাই প্রমাণ করে তারা ভিয়েতনামের সেনা। ’

একজন কৃষক তার বাগান খনন করার সময় কিছু অংশ খুঁজে পাওয়ার পর নতুন করে এ উদ্ধার কাজ শুরু হয়।

মার্কিন ও ভিয়েতনামের দলিল অনুযায়ী, যুদ্ধ চলাকালে তাড়াহুড়ো করে ১৫০ জনেরও বেশি সেনাকে গণকবর দেওয়া হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘কিছু দেহের সম্পূর্ণটা আর কিছু মৃতদেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। ’ এছাড়া সোমবার শুরু হওয়া উদ্ধার কাজ আরও কয়েক দিন চলবে বলেও জানান তিনি।

১৯৬৮ সালের জানুয়ারির প্রথম প্রহরে চালানো আক্রমণে কমিউনিস্ট বাহিনীর বহু সেনা নিহত হন। এসময় ৭০ হাজার যোদ্ধা মার্কিন দূতাবাসসহ ১শ’রও বেশি শহরতলী ও মহানগরীতে আক্রমণ চালান।  

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩ লাখ সেনা এখনও নিখোঁজ  রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।