ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শিশু নিহতের ঘটনায় কাশ্মির ফের উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
শিশু নিহতের ঘটনায় কাশ্মির ফের উত্তাল

শ্রীনগর: ভারতশাষিত কাশ্মিরে সোমবার পুলিশের গুলিতে ১১ বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর মঙ্গলবার কারফিউ জারি করেছে প্রশাসন।



গত ১১ সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে প্রায় ৬৫ জন বিক্ষোভকারী ও পথচারী নিহত হয়েছে। সোমবার ভারতের শাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় মুসলিম অধ্যুষিত অনন্তনাগ শহরের দণিাঞ্চলে পুলিশের গুলিতে শিশুটি নিহত হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কোনো রকম উস্কানি ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে। এর আগে পুলিশ জানায়, তাদের ওপর পাথর ছুড়ে মারার জবাবে পুলিশ গুলি করেছে।

পরে অবশ্য পুলিশ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে পুলিশ সদস্য গুলি করেছে তাকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, নয়া দিল্লির শাসনের বিরুদ্ধে ২০ বছরের বিক্ষোভে ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।